বলিউডে টিকে থাকতে গেলে সাফল্য পেলে তা মাথায় নিলে চলবে না। ব্যর্থতা এলে তা হৃদয়ে নিলে চলবে না। এই ঝলমলে দুনিয়ায় টিকে থাকা সহজ কাজ নয়। এখানে টিকতে গেলে ইস্পাতের স্নায়ু দরকার। স্নায়ু শক্ত না হলে এই দুনিয়ায় টিকে থাকতে পারা যাবে না। বলিউডের আপাত স্বপ্নের দুনিয়ায় ১৬ বছর কাটানোর পর নিজের উপলব্ধি এভাবেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ। তাঁর এই উপলব্ধি নতুন এই দুনিয়ায় পা দেওয়া বা দেওয়ার ইচ্ছে থাকা মানুষজনের জন্য অবশ্যই একটি দরকারি টিপস।
বলিউডকে বাইরে থেকে দেখলে যতটা আনন্দের, স্বপ্নের বলে মনে হয় বাস্তবটা যে একদম উল্টোটা তা অনেকেই এর আগে বুঝিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনাও। ক্যাটরিনা এমন একজন নায়িকা যাঁকে সিনেমার পর্দাতেই খুঁজে পাওয়া যায়। না তিনি কোনও বিষয়ে আলোচনায় যোগ দেন। না তিনি কোনও বিতর্ক জড়ান। না হ্যাশট্যাগ মিটু-তে তাঁকে খুঁজে পাওয়া যায়। না তিনি বিশেষ কোনও অনুষ্ঠানে যোগ দেন। এমনকি ফ্যাশন শোতেও তাঁকে খুব একটা দেখতে পাওয়া যায়না। তিনি হয়তো পর্দার স্বপ্ন সুন্দরীই থেকে যেতে পছন্দ করেন।
সেই ক্যাটরিনা বলিউড নিয়ে তাঁর উপলব্ধি তুলে ধরায় অনেকেই অবাক। আগামী ১৬ জুলাই জন্মদিন। তার আগে হংকং-এ জন্মগ্রহণ করা এই ব্রিটিশ সুন্দরী মেক্সিকোতে ছুটি কাটাচ্ছেন। শনিবার তাঁর একটি নীল সুইমস্যুটের ছবি ভাইরাল হয়েছে। এরপর তাঁর উপলব্ধির কথা তিনি জানালেন সংবাদ সংস্থা আইএএনএস-কে। এখনও বড় একটা ছবি তাঁর ফ্লপ করেনা। ফলে ক্যাটরিনাকে বিপরীতে নিয়ে সিনেমা করতে চাইছেন বলিউডের সব সুপারস্টারই। ‘ভারত’-এ সলমনের বিপরীতে অভিনয় করার পর ক্যাটরিনার আগামী সিনেমা ‘সূর্যবংশী’। এই সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন অক্ষয় কুমার। এই মুহুর্তে বলিউডের এমন এক হিরো যাঁর সিনেমার ক্রমতালিকায় ফ্লপ শব্দটা দূরবীন দিয়ে খুঁজে দেখতে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা