গণ্ডার গোনা শুরু হতেই প্রকাশ্যে অন্য সত্য
গণ্ডার গুনতে শুরু করার পর গণ্ডারের সঠিক সংখ্যার পাশাপাশি সামনে এল অন্য সত্য। যে সত্য সামনে এসেছে তা অবশ্য স্বস্তির।
একশৃঙ্গ গণ্ডার কিংবা ভারতীয় গণ্ডারের সংখ্যা কত? সম্প্রতি শেষ হল সর্বশেষ গণ্ডার শুমারি। তাতে সুখবর মিলেছে। কাজিরাঙায় গত ৪ বছরে গণ্ডারের সংখ্যা ৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
কাজিরাঙার গণ্ডার গোনার কাজ শেষ হয়েছে চলতি মাসের ২৫ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। এ খবর জানিয়েছেন কাজিরাঙার ডিরেক্টর যতীন্দ্র শর্মা।
বর্তমানে কাজিরাঙার ২ হাজার ৬১৩টি গণ্ডারের মধ্যে ১ হাজার ৮২৩টি গণ্ডারের বয়স ৬ বছরের ওপর। এদের মধ্যে ৯০৩টি স্ত্রী গণ্ডার আর ৭৫০টি পুরুষ গণ্ডার রয়েছে।
গণনায় আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন ৩ থেকে ৬ বছর বয়সী গণ্ডার রয়েছে ৩৬৫টি, ১ থেকে ৩ বছর বয়সী গণ্ডার রয়েছে ২৭৯টি।
প্রশিক্ষিত কর্মীদের গণ্ডার গোনার কাজে লাগানো হয় বলে জানান কাজিরাঙার ডিরেক্টর যতীন্দ্র শর্মা। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে। নিয়োগ করা হয়েছে আরও বনরক্ষী। এর জেরে গণ্ডার ও হাতির চোরাশিকার অনেকটাই বন্ধ হয়েছে।
গত ১ বছরে অসমে একটিমাত্র গণ্ডার চোরাশিকারিদের হাতে নিহত হয়েছে। এর আগে ২০২০ সালে ২টি গণ্ডার চোরাশিকারিদের হাতে নিহত হয়।
তবে গত ৪ বছরে বিভিন্ন প্রাকৃতিক কারণে ৪০০ গণ্ডার মারা গিয়েছে। অন্যদিকে চোরাশিকার কমতেই বেড়েছে গণ্ডারের সংখ্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা