দেখা মিলল অতিবিরল সোনালি বাঘের
রামায়ণে সোনার হরিণের কথা সকলেই জানেন। কিন্তু সোনালি বাঘের কথা বড় একটা শোনা যায়না। এবার সেই সোনার বাঘের দেখা মিলল রাজ্যের পাশেই।
রামায়ণে সোনার হরিণের কাহিনি প্রায় সকলের জানা। সে হরিণ কেউ দেখেননি। রামায়ণে পড়েছেন। কিন্তু এবার সোনার বাঘের দেখা মিলল। জঙ্গলের মাঝে যথেষ্ট লম্বা ঘাসে ভরা এলাকায় একটি কাঁচা জঙ্গলের পথ ধরে সে রোদ গায়ে মেখে কিছুটা হেঁটে আসে। দুলকি চালেই হেঁটে কিছুটা এগিয়ে তারপর সেই ঘাসের জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে যায়।
কিন্তু এই সামান্য সময়েই তার দেখা মেলা সকলকে আপ্লুত করেছে। কারণ বাঘ অনেক দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। কিন্তু এমন সোনালি বাঘের দেখা সহজে মেলেনা। অতিবিরল এই প্রজাতি। তাই তার এক ঝলক যে খবর হবে তাতে আর আশ্চর্য কি!
অতিবিরল প্রজাতির এই বাঘের দেখা পাওয়ার কথা পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য অসমের মুখ্যমন্ত্রীর অফিসের এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। সে ছবিও প্রকাশ করা হয়েছে যেখানে এই বাঘটিকে দেখা গেছে।
অসমের বিখ্যাত জঙ্গল কাজিরাঙা জাতীয় উদ্যানে এই বাঘের দেখা মিলেছে। জাতে সে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে তার গায়ের চামড়ার রং তাদের বিরল করে তুলেছে।
যেমন কিছুদিন আগে ওড়িশার জঙ্গলে কালো বাঘের দেখা মেলাটা সকলকে অবাক করে দিয়েছিল, তেমনই কাজিরাঙার এই সোনালি বাঘ সকলকে অবাক করেছে।
কিছুক্ষণের জন্য নজরে আসা সোনালি এই বাঘ কিন্তু চালে মহারাজকীয়। আর সেটাই মানুষকে আরও আনন্দ দিয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন।