কেমন আছে ওরা, মাতঙ্গের ভালমন্দ জানতে কাজিরাঙার জঙ্গলে অনন্য উদ্যোগ
মানুষ কেমন আছে। শরীর স্বাস্থ্য কেমন আছে তা জানার অনেক উপায়। কিন্তু ওরাও কি ভাল আছে, সে খবর কে রাখে। ২ দিন সে খবরই নেওয়া হল।

ওরা তো জঙ্গলে ঘোরে। নিজেদের মত করে জীবন কাটায়। নিজেরা দলবদ্ধভাবে জঙ্গলে দাপটে ঘোরাফেরা করে। এবার তাদের স্বাস্থ্যের খবর নিল মানুষ। কেমন আছে তারা। তাদের শরীর ভাল আছে কিনা, কি সমস্যা রয়েছে, কোন হাতির কি সমস্যা, সব খরব নেওয়া হল।
অসমের কাজিরাঙা জঙ্গল বিশ্ব হেরিটেজ তকমা পেয়েছে। কাজিরাঙা বিখ্যাত তার একশৃঙ্গ গণ্ডারের জন্য। সেই সঙ্গে রয়েছে বাঘ। কিন্তু ওই জঙ্গলেই রয়েছে অনেক হাতিও।
সেই হাতিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি কর্মশালার আয়োজন হয়েছিল কাজিরাঙায়। যেখানে কেবল স্বাস্থ্য বলেই নয়, হাতিদের আচার আচরণ, তাদের দৈহিক গঠনের খবরও নেওয়া হয়।
২ দিনের এই কর্মশালায় হাতিদের বিশেষ যত্নের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা হয়। হস্তী সংরক্ষণ ও তাদের স্বাস্থ্য রক্ষা নিয়ে আগামী দিনে যাতে আরও তৎপরতার সঙ্গে এগিয়ে যাওয়া যায় সে চেষ্টাই এই কর্মশালার উদ্দেশ্য ছিল।
হাতিদের চিকিৎসা কেমন করে করতে হবে, কি কি বিষয় নজরে রাখতে হবে, সেসব বিষয়ে ওই কর্মশালায় বিস্তর আলোচনা হয়। পোষা হাতিরা বিশেষভাবে এই স্বাস্থ্য কর্মশালায় গুরুত্ব পেয়েছে। তাদের মাহুতদেরও নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
১ হাজার ৩০০ বর্গ কিলোমিটার জুড়ে এক অতিকায় জঙ্গল কাজিরাঙা। এ জঙ্গলে গণ্ডার ছাড়াও রয়েছে অনেক হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বন মহিষ সহ আরও নানা প্রাণি। রয়েছে ১২৫-এর বেশি ধরনের পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা