২০১৩ সালের ভয়ংকর বন্যার পটভূমিতে তৈরি হয়েছে বলিউড সিনেমা কেদারনাথ। সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান অভিনীত এই সিনেমা নিয়ে চর্চা কম হয়নি। সেই সিনেমা গোটা দেশে মুক্তি পেলেও মুক্তি পাবেনা উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড সরকার সরাসরি এই সিনেমার মুক্তির ওপর নিষেধাজ্ঞা চাপায়নি। বরং রাজ্যের সব জেলার জেলাশাসকদের জানিয়েছে এটা তাঁদের ওপর নির্ভর করছে তাঁরা তাঁদের জেলায় এই সিনেমা রিলিজ হতে দেবেন কিনা। এরপরই উত্তরাখণ্ডের সব জেলার জেলাশাসক একসঙ্গে এই সিনেমার মুক্তি তাঁদের জেলায় নিষিদ্ধ করেন। যার ফলে গোটা উত্তরাখণ্ডেই মুক্তি পাচ্ছে না এই সিনেমা।
সিনেমার শুটিং শুরুর পর থেকেই একদল মানুষ এই সিনেমার বিপক্ষে বক্তব্য রাখছিলেন। তাঁদের দাবি ছিল ২০১৩ সালের বন্যার পটভূমিতে তৈরি এই সিনেমা হিন্দু ভাবাবেগে আঘাত দেবে। সেইসঙ্গে এই সিনেমায় নাকি লাভ জিহাদকে সমর্থন করা হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। সেকথা মাথায় রেখেই বৈঠকে বসেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তারপরই জেলাশাসকদের এই সিদ্ধান্তে উত্তরাখণ্ডে মুক্তি পাচ্ছেনা কেদারনাথ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)