কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনার পাতে মুড়ে দেওয়া নিয়ে ঘোর আপত্তি পুরোহিতদের
বিখ্যাত কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হতে চলেছে। কিন্তু এই উদ্যোগ কিছুতেই মেনে নিতে পারছেন না পুরোহিতরা।
শুধু ভারত নয়, বিদেশ থেকেও বহু পর্যটক হাজির হন কেদারনাথ মন্দিরে। অনেক ভারতীয়ের কাছে জীবনে একবার অন্তত কেদারনাথ দর্শন অন্যতম মনোবাঞ্ছার মধ্যে পড়ে।
সেই কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনার পাত দিয়ে মুড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। তাঁর এই ইচ্ছার কথা জানিয়ে তিনি বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি-র কাছে আর্জি জানান। তাঁর সেই আবেদন মঞ্জুর করে কমিটি।
একইসঙ্গে কমিটি এবং রাজ্যসরকারের কাছ থেকে মন্দিরের দেওয়াল সোনার পাতে মুড়ে দেওয়ার ওই ব্যক্তির ইচ্ছা গৃহীত হয়। কিন্তু এই উদ্যোগে বেঁকে বসেছেন পুরোহিতদের একাংশ। মন্দিরের তীর্থ পুরোহিতরা এটা কিছুতেই মেনে নিতে পারছেন না।
মন্দিরের দেওয়াল সোনার পাতে মোড়া হলে পুরোহিতদের আপত্তি কোথায়? পুরোহিতদের দাবি এই পাত বসাতে গেলে ড্রিল মেশিন এনে মন্দিরের দেওয়ালে ফুটো করতে হবে। তবেই সোনার পাত বসানো যাবে।
কিন্তু ড্রিল মেশিন দিয়ে মন্দিরের দেওয়াল ফুটো করা মানে হাজার বছরের পুরনো মন্দিরের পাথরের দেওয়াল নষ্ট করা। শত শত বছর ধরে এই মন্দির পাথরের দেওয়ালে পুণ্য তীর্থ। সেই পরম্পরা ভেঙে মন্দিরের দেওয়ালে ফুটো করা তাঁরা মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন পুরোহিতরা।
বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরোহিতরা সাফ জানিয়েছেন তাঁরা হাজার বছরের পুরনো এই মন্দিরের আদি স্থাপত্যে এভাবে আঁচড় আসতে দেবেন না। ফলে সোনার পাত দিয়ে মন্দির মোড়া আপাতত বড় প্রশ্নের মুখে পড়ল।