ভারত-চিন সীমান্ত হর্ষিলে এদিন সেনা জওয়ানদের সঙ্গে সকালে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে সেনা বাহিনীর বিশেষ হেলিকপ্টারে উড়ে যান কেদারনাথ মন্দিরে। পূর্বনির্ধারিতই ছিল প্রধানমন্ত্রীর এই কেদারনাথ আগমন। তবে কদিন আগে যেভাবে কেদারনাথে তুষারপাত শুরু হয়েছিল। তাতে তরতর করে পড়ছিল পারদ। মাইনাস ৬ ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রা। পুরু বরফে ঢাকা পরেছিল কেদারনাথ চত্বর। সেই অবস্থা এদিন কিন্তু ছিল না। যদিও বরফ কেটেই এদিন প্রধানমন্ত্রীর জন্য পথ তৈরি করা হয়। তবে আবহাওয়া ছিল বেশ ঝলমলে। তবে পারদ ছিল ০ ডিগ্রির আশপাশে।
এই নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর ৩ বার কেদারনাথ ধামে হাজির হলেন নরেন্দ্র মোদী। এদিন তিনি রুদ্রাভিষেক পুজো দেন সেখানে। গর্ভগৃহে সময় কাটান। পুজো দেন। তাঁর কপালে তিলক কেটে দেন পুরোহিত। পরানো হয় রুদ্রাক্ষের মালা। কালো পোশাকে এদিন প্রধানমন্ত্রী হাজির হয়েছিলেন কেদারনাথে। কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বেরিয়ে এসে দেখা করেন সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে। ঘুরে দেখেন কেদারপুরী প্রকল্পের কাজও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)