আংটি থেকে খসে পড়া হিরে চিত্র তারকাদের খুঁজে দিতে বললেন সাংবাদিক
আংটিতে ছিল সেই বহুমূল্য হিরে। যা তাঁর অজান্তেই খুলে পড়ে যায় লাল কার্পেটের ওপর। এরপর সেই সাংবাদিক তাঁর হিরেটি খুঁজে দিতে বললেন চিত্র তারকাদের।
চলচ্চিত্রের যে কটি সেরা পুরস্কার রয়েছে তার মাথায় রয়েছে অস্কার সম্মান। তার পিছনেই যে কটি হাতে গোনা সম্মান রয়েছে তার একটি গোল্ডেন গ্লোব। সেই গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে হেঁটে যাচ্ছিলেন তারকারা। রেড কার্পেট মানেই তো চিত্রগ্রাহকদের ছবি তোলা।
ভিড় করে থাকা চিত্রগ্রাহকরা ছবি তুলছিলেন বিশ্বসেরা তারকাদের। সেই রেড কার্পেটেই কেলটি নাইট নামে এক সাংবাদিক হেঁটে যাওয়ার সময় তাঁর আঙুলে থাকা আংটি থেকে হিরের টুকরোটি খুলে পড়ে যায় বলে দাবি করেন কেলটি।
আঙুলের আংটিতে যে হিরের জায়গা ফাঁকা তাও ছবি দিয়ে দেখান তিনি। ৪ ক্যারেটের হিরের খণ্ডটি তিনি তন্ন তন্ন করে খুঁজেও দেখেন। কিন্তু পাননি।
রেড কার্পেটের ওপর প্রায় হামাগুড়ি দিয়ে হিরে খুঁজতে থাকেন তিনি। তারপরেও তা না পেয়ে অবশেষে সোশ্যাল মিডিয়ার হাত ধরে রেড কার্পেটের ওপর হেঁটে যাওয়া বিশ্বের তাবড় চিত্রতারকাদেরই সেই হিরে খুঁজে দিতে অনুরোধ করেন।
রেড কার্পেটে সবচেয়ে বেশি সময় কাটান চিত্রতারকারাই। তাই তাঁদের চোখেই ওই হীরক খণ্ডটি পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য চিত্রতারকাদেরই ভরসা করেন কেলটি।
গোল্ডেন গ্লোব সম্মানে এবার ৫টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘ওপেনহেইমার’। ওপেনহেইমার সিনেমার জন্য সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে এই মৌলিক সিনেমা।