বাথরুমে বিয়ে করলেন তরুণ তরুণী, বিয়ে হল যাবতীয় নিয়ম মেনে
বিয়ের জন্য একটা সুন্দর জায়গা, সাজানো জায়গা সকলেই পছন্দ করেন। কিন্তু এক তরুণ তরুণী বিয়ের জন্য একটি বাথরুমকে বেছে নিলেন। সেখানেই করলেন বিয়ে।
বাথরুমের প্রয়োজনীয়তা সর্বজনীন। তা কোনও বাড়ি হোক বা দোকান, রেস্তোরাঁ, হোটেল হোক বা অন্য কোথাও, বাথরুম আবশ্যিক। কিন্তু বাথরুমকে কেউ কোনও অন্য কাজে ব্যবহার করেননা। বিয়ে তো নয়ই। কারণ বিয়ে মানেই তো এক সুন্দর সাজানো পরিবেশ। ফুলের মেলা। আত্মীয় পরিজন, বন্ধুদের ভিড়।
বিয়ে মানে জীবনের শ্রেষ্ঠ উৎসব। সেই দিনটিকে সকলেই চান মনের মণিকোঠায় চিরকালীন করে রাখতে। তবে তা করার জন্য কেউ কি বাথরুমকে বিয়ে করার জায়গা হিসাবে বেছে নেন? নেন যে তা কিন্তু একেবারে বাস্তবে দেখা গেল। এক তরুণ তরুণী একটি বাথরুমে বিয়ে করলেন।
বাথরুমটি আবার কোনও বাড়ির নয়। একটি গ্যাস স্টেশনের মধ্যে থাকা সর্বজনীন টয়লেট। তার মধ্যেই হল বিয়ে। খ্রিস্টান নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হয় ২ জনের।
তবে যে বাথরুমে বিয়ে হল তা কিন্তু ইতিমধ্যেই বিশ্বের অনেকের কাছে পরিচিত। কারণ এ বাথরুম আপাত দৃষ্টিতে সাধারণ বাথরুম হলেও তা একটি সুইচের চাপে বদলে যায় ডিস্কোতে।
আলোর খেলা শুরু হয়। বাজতে থাকে সঙ্গীত। যার তালে ডিস্কো হয়ে ওঠে ওই বাথরুম। কেন্টাকির ওই গ্যাস স্টেশনের বাথরুমটি ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
সেখানেই বিয়ে করে কার্যত বিয়েকে সারা বিশ্বের জন্য খবরে পরিণত করে দিলেন ওই তরুণ তরুণী। বিয়ের পর সেই ডিস্কো বাথরুমে নাচলেনও তাঁরা।