তখন কাকভোর। যাত্রীদের নিয়ে প্রবল গতিতে ছুটে যাচ্ছিল বাসটি। রাস্তার ধারে তখন দাঁড় করানো ছিল একটি ট্রাক। প্রবল গতিতে থাকা বাসটি ট্রাকের কাছে আসার পর সেটিকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তারপর সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকে। প্রবল গতিতে থাকার ফলে দুর্ঘটনার মাত্রা ছিল ভয়ংকর। বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। যাত্রীদের আর্তনাদে ভোর ৫টাতেও চারদিক থেকে লোকজন ছুটে আসেন।
ঘটনাটি ঘটেছে কেনিয়ার মাচাকোস কাউন্টিতে। স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে। নাইরোবির দিকে ছুটে যাচ্ছিল বাসটি। অধিকাংশই ছিলেন নিত্যযাত্রী। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন পুরুষ, ২ মহিলা ও ১ শিশুর। ১৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু গোটা কেনিয়াকে নাড়িয়ে দিয়েছে। আহত বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। তবে গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। প্রসঙ্গত কেনিয়ায় পথ দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)