
মোট পাঁচটি মামলায় জামিন পেলেন বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রীদের হত্যার চেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ৩০ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। তাঁর সঙ্গে ওই মামলায় আরও ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার সেই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে নিজেই গিয়ে আত্মসমর্পণ করেন খালেদা জিয়া। পরে জামিনের আবেদন করলে তাঁর আর্জি মঞ্জুর করে আদালত। এই মামলাটি ছাড়াও এদিন আরও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া। যারমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা, মন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা নিক্ষেপের মামলা, গ্যাটকো দুর্নীতির মত মামলাগুলি রয়েছে। এদিকে এদিন বিরোধী নেত্রীর আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকা শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তার কোণায় কোণায় মোতায়েন ছিল বিশেষ পুলিশ বাহিনী।