
আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার বড় ছেলেকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। সিঙ্গাপুরে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে ২৫ লক্ষ মার্কিন ডলার অর্থ পাচারের অভিযোগে খালেদা জিয়ার ছেলে তারিক রহমানের বিরুদ্ধে মামলা শুরু হয়। নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছিল। কিন্তু মামলা গড়ায় হাইকোর্টে। সেখানে দোষী প্রমাণিত হন তারিক রহমান। এদিন তাঁর সাজা ঘোষণা করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা জরিমানাও ধার্য করেছে আদালত। যদিও আদালতে হাজির না হওয়ায় তারিক রহমানকে পলাতক ঘোষণা করেছে আদালত।