দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে সোমবার সকালে অস্থায়ীভাবে একটি আদালত বসানো হয় ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারে। ৮ বছর আগে অ্যান্টি করাপশন কমিশন বিএনপি প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করে। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে বাংলাদেশি মুদ্রা ৩১ দশমিক ৫৪ মিলিয়ন টাকা আত্মসাৎ করেছেন। যাতে তাঁকে সাথ দিয়েছেন আরও ২ জন। সেই মামলায় এদিন রায় দিল বাংলাদেশের আদালত। ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়া ও আরও ২ অভিযুক্তকে ১০ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। না দিতে পারলে আরও ৬ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই অন্য একটি দুর্নীতি মামলায় গারদের পিছনেই কাটাতে হচ্ছে খালেদা জিয়াকে। এবার তাঁর বিরুদ্ধে নতুন রায় তাঁর কারাবাসে আরও ৭ বছর যোগ করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)