কোনও মোটা মেয়ের চরিত্রে অভিনয় করতে তাঁর আপত্তি নেই। কারণ একজনের শারীরিক গঠন ঠিক করে দেয় সে কী ধরনের চরিত্রে অভিনয় করতে পারে। তাঁর পক্ষে একটি ছিপছিপে মেয়ের চরিত্র পাওয়া সম্ভব নয়। তবে মোটা মেয়ের চরিত্রে অভিনয় করায় আপত্তি না থাকলেও তাঁর আপত্তি একটি আছে। আপত্তি হল মোটা মেয়েদের অনেক সময় হাসির উপাদান হিসাবে সিনেমায় তুলে ধরা হয়। এমন কোনও চরিত্রে অভিনয়ে তিনি রাজি নন। একথা সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী খুশবু শ্রফ।
তাঁর চেহারা স্থুল। তবে তিনি ইতিমধ্যেই বলিউডে ৩টি নামকরা সিনেমায় অভিনয় করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে বডিগার্ড, আই হেট লাভ স্টোরিজ, তু মেরা হিরো-র মত সিনেমা। মুম্বইয়ের মেয়ে ৩১ বছরের খুশবু শ্রফ নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। এখন প্রয়োজক, পরিচালকরা কীভাবে তাঁকে ব্যবহার করেন সেটা ভবিষ্যতই বলে দেবে।
তাঁর অবস্থানের জন্য আগামী দিনে কতটা সিনেমা পাবেন তা এখনই পরিস্কার নয়, তবে তিনি একটি টিভি শো করতে চলেছেন। খুব শীঘ্রই তা ছোট পর্দায় আসতে চলেছে। শো-এর নাম ‘লাল ইশক’। এই শো-এর বিষয়বস্তুই দাঁড়িয়ে আছে মোটাদের নিয়ে হাসাহাসিকে সামনে রেখে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)