অভিনেত্রী না হলে কী হতেন, জানালেন কিয়ারা আডবাণী
তাঁর রূপে মুগ্ধ অনেকেই। তাঁর অভিনয়ও দাগ কেটেছে অনেকের মনে। সেই বলিউড সুন্দরী কিয়ারা আডবাণী এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী না হলে তিনি কি হতেন।
এখন সিনেমা হল বন্ধ। করোনার জন্য সিনেমা হলের বিশাল পর্দা চলচ্চিত্রে রঙিন হয়ে উঠছে না। তবে সিনেমা মুক্তি পাওয়া তার জন্য বন্ধ নয়। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে।
১৫ অগাস্টকে সামনে রেখে ভারতীয় সেনার এক বীর সেনানীর গাথা নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। এই সিনেমাতেও কিয়ারা তাঁর রূপ ও গুণের ছাপ রেখেছেন।
এর আগে কিয়ারাকে গোটা দেশ চিনেছিল তাঁর কবীর সিং, এমএস ধোনি-দ্যা আনটোল্ড স্টোরি, গুড নিউজ সিনেমায় অভিনয়ের সুবাদে। ফাগলি সিনেমায় অভিনয় দিয়ে বলিউডে পা রাখা কিয়ারা এখন বলিউডের প্রথমসারির নায়িকা।
শেরশাহ সিনেমায় অভিনয় করতে গিয়ে তিনি সেনাবাহিনীর বাস্তব জীবনের নায়কদের কথা জেনেছেন। তাঁদের আত্মত্যাগ ও বলিদানের জন্য তাঁদের সেলাম জানিয়েছেন কিয়ারা।
সেলাম জানিয়েছেন এসব বীর সেনানীর পরিবারকেও। এসব নিয়ে আলোচনা করতে গিয়েই কিয়ারা জানিয়েছে তাঁর কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তার কথা।
কিয়ারা অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার তৈরি ফেলেছেন। কিন্তু যদি অভিনেত্রী না হতেন, তাহলে কোন পেশা বেছে নিতেন তিনি?
কিয়ারা জানিয়েছেন তাঁর অন্যতম পছন্দ হল মনোবিজ্ঞান। তিনি যদি অভিনেত্রী না হতেন তাহলে তিনি শিশুদের মনোবিদ হতেন। অভিনেত্রী না হতে পারলে তাঁর দ্বিতীয় পছন্দই ছিল এই পেশা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা