একদিকে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারত। অন্যদিকে তরুণ ব্রিগেড নিয়ে তৈরি ওয়েস্ট ইন্ডিজ। যদিও টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। তবু তারা যে রান তুলতে পারে তা বুঝিয়ে দিয়েছে। কোহলির অতিমানবিক ব্যাটিং ছাড়া প্রথম টি-২০ ভারতের জেতা মুশকিলও ছিল। সব মিলিয়ে টক্কর যে একদম একতরফা হবে তা নয়। তবে নিজেদের মাঠ, জিততে থাকায় তুঙ্গে আত্মবিশ্বাস এবং দলে ১ বা ২ জন সেরা খেলোয়াড় না থাকা মানেই যে দল দুর্বল হয়ে গেল এমন পরিস্থিতি না থাকায় ভারতও টগবগ করে ফুটছে। এই অবস্থায় আজ চেন্নাইতে প্রথম একদিনের ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড অবশ্য খেলতে নামার আগেই জানিয়ে দিয়েছেন তাঁর দল তৈরি। তাঁদের একদিনের সিরিজের গেমপ্ল্যানও তৈরি। কী গেমপ্ল্যান তা অবশ্য খোলসা করেননি তিনি। তবে জানিয়েছেন এর আগে আফগানিস্তানের সঙ্গে তাঁদের সিরিজ দারুণ হয়েছিল। তাঁরা ভাল ফলাফল করেন। এবার শক্ত প্রতিদ্বন্দ্বী, তবে তাঁরা সেইমতই তৈরি। মোটকথা আফগানিস্তানে যে ফল তাঁরা পেয়েছেন তাই এখানেও পেতে চান বলে জানান পোলার্ড।
ম্যাচের আগে বাকযুদ্ধ তো হতেই থাকে। পোলার্ড ভারতকে চাপে ফেলার জন্যই হোক বা নিজের দলকে চাঙ্গা করার জন্য যখন দলের লুকোনো তাসের কথা বলছেন তখন ভারত ভুবনেশ্বর কুমারের জায়গায় কে, তা নিয়ে চিন্তায়। তবে দল এতটাই শক্তিশালী যে একজন খেলোয়াড়ের থাকা না থাকা বিশেষ ফারাক করবেনা। তবে মাঠেই হবে শেষ লড়াই। দর্শকরা ভারতের জয় দেখতে হাজির হবেন মাঠে, একতরফা লড়াই দেখতে নয়। ফলে দর্শকরা চান হাড্ডাহাড্ডি লড়াই। টানটান উত্তেজনা। সেটা মাঠে কতটা তৈরি হয় সেটাই দেখার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা