মৃত্যু জল্পনা শেষ, সামনে এলেন কিম
উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন মৃত বলে একটা খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। অবশেষে তা নস্যাৎ করে সামনে এলেন কিম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন কী মৃত? এমন একটা প্রশ্ন আচমকাই ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। করোনা উদ্বেগের মধ্যেই কিমের মৃত্যুর খবর নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কিমের দেশ উত্তর কোরিয়া প্রশাসন এই জল্পনা নিয়ে কোনও কথা বলছিল না। তারমধ্যেই আবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে কিমের ব্যক্তিগত ট্রেন উত্তর কোরিয়ার একটি সমুদ্র শহরে গিয়ে দাঁড়িয়েছে। তবে কী কিম সমুদ্র শহরে গেলেন? তিনি বেঁচে আছেন? ফের জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনায় জল পড়ল।
২০ দিন তাঁকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। জল্পনা তুঙ্গে উঠেছিল। আর ঠিক সেই সময়ই তাঁর মৃত্যু জল্পনায় জল ঢেলে সামনে এলেন কিম জং উন। উত্তর পিয়ংইয়ং-এ একটি সারের কারখানার উদ্বোধনে হাজির হলেন তিনি। ফিতে কেটে উদ্বোধনও করলেন ওই কারখানার। পরনে ছিল কালো মাও স্যুট। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ওই উদ্বোধনে উপস্থিত সকলে। কিমও হাত তুলে তাঁদের অভিনন্দন জানান।
সার কারখানার উদ্বোধনের পর ওই কারখানার একের পর এক ইউনিট ঘুরে দেখেন কিম। দেশের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করতেই এই অত্যাধুনিক সার কারখানা তৈরি করা হয়েছে। কীভাবে সার কারখানাটিতে কাঁচামাল থেকে একদম সার হয়ে প্যাকেজিং করে তা বার হবে সেই পুরো পদ্ধতি ঘুরে দেখে বোঝার চেষ্টা করেন কিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা