ট্রেন থেকে চুরি, বিমান থেকে চুরি, মিউজিয়াম থেকে চুরি বা কোনও দামি পাথরের প্রদর্শনী থেকে চুরি নিয়ে রুদ্ধশ্বাস সিনেমা এর আগে দেখেছেন দর্শকরা। কিন্তু এক নায়িকা তথা মডেলের হোটেলের ঘরে চুরি নিয়ে কোনও সিনেমা হতে পারে তা বোধহয় এখনও কল্পনার বাইরে। ফরাসি কমিকস বুক আর্টিস্ট তথা সিনেমা পরিচালক জুঁয়ান্স ফা এবার ফরাসি ভাষায় তৈরি করছেন এমনই একটি সিনেমা। সিনেমাটির বিস্তার আরও হলেও মূল ঘটনা ঘুরপাক খাবে ২০১৬ সালে মডেল তথা অভিনেত্রী কিম কার্দাশিয়ানের প্যারিসের একটি হোটেল ঘরে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে।
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলের ঘরে ছিলেন কিম। সে সময়ে তাঁর ঘরে ঢুকে পড়ে কয়েকজন বেপরোয়া চোর। বন্দুকের নলের মুখে কিমের বহুমূল্য গয়না লুঠ করে তারা। এমনকি কিমের এনগেজমেন্ট রিং পর্যন্ত বাদ দেয়নি। লুঠের সময় কিমের মুখ চেপে বেঁধে দেয় তারা। তারপর তাঁকে ঘরে বন্ধ করে সেখান থেকে সর্বস্ব লুঠ করে চম্পট দেয়। কিমের মত বিশ্বখ্যাত অভিনেত্রীর ঘরে এই চুরির খবর সে সময়ে সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছিল।
বহুল প্রচারিত সেই লুঠের ঘটনাকে সামনে রেখে মহিলাদের প্রতি অত্যাচার, অতি ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পর্ক, ফ্যাশন দুনিয়া এসবই সিনেমায় জায়গা পাচ্ছে। কয়েকজন বয়স্ক চোর ফন্দি আঁটে এক জনপ্রিয় অভিনেত্রীর হোটেল ঘরে চুরি করার। সেখানে থেকেই গল্পের শুরু। ফ্যাশন উইক নাম দিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সিনেমায় অবশ্য কিম কার্দাশিয়ান বা তাঁর মত দেখতে কাউকে নেননি পরিচালক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা