
সন্তান প্রসবের সময় এক মহিলাকে সাহায্য করেছিলেন এক চিকিৎসক। সেই অপরাধে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করলেন মহিলার স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াধে। ধৃত ব্যক্তির দাবি, তাঁর স্ত্রীয়ের সন্তান প্রসবের জন্য মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞের থাকাই যথেষ্ট ছিল। ওই পুরুষ চিকিৎসকের সেখানে থাকার কোনও প্রয়োজন ছিলনা। সূত্রের খবর, রিয়াধের কিং ফাহাদ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার পর ওটিতে ওই মহিলার সন্তান প্রসবে প্রয়োজনীয় সাহায্য করেন জর্ডনের চিকিৎসক মুহানাদ আল জবান। ওই মহিলা সন্তানকে নিয়ে বাড়িও ফিরে যান। এরপর কেটে গেছে একমাস। এদিন আচমকাই ওই হাসপাতালে হাজির হন এক ব্যক্তি। নিজেকে ওই মহিলার স্বামী হিসাবে পরিচয় দিয়ে মুহানাদের সঙ্গে একবার দেখা করতে চান তিনি। তাঁর স্ত্রীকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতেই এই সাক্ষাত প্রার্থনা বলে জানানোর পর তাঁর সঙ্গে হাসপাতালের লনে দেখা করেন মুহানাদ। অভিযোগ সেখানেই আচমকা জামার তলা থেকে বন্দুক বার করে মুহানাদকে লক্ষ করে গুলি ছোঁড়ে ওই ব্যক্তি। লুটিয়ে পড়েন মুহানাদ। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়।