Lifestyle
সামুদ্রিক শাস্ত্রে কোন ঠোঁটে কেমন চুম্বন
সামুদ্রিক শাস্ত্রে অনেক অ-নে-ক কথা আছে অধর প্রসঙ্গে। খুব সংক্ষেপে মাত্র কয়েকটি কথা, যা দেখলে খানিক অনুমান করা যায় নারী-পুরুষের অন্তেরর কথা।
সামুদ্রিক শাস্ত্রে অনেক অ-নে-ক কথা আছে অধর প্রসঙ্গে। খুব সংক্ষেপে মাত্র কয়েকটি কথা, যা দেখলে খানিক অনুমান করা যায় নারী-পুরুষের অন্তেরর কথা।
অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণের নির্ভুল লক্ষণ যাদের অধর হৃষ্টপুষ্ট।
চুম্বন ও সবসময়েই আমোদ প্রমোদে তাঁরা খুবই অনুরুক্ত হয়ে থাকেন যাঁদের ঠোঁট কোমল ও দীর্ঘ।
সরু বিবর্ণ ও চাপা ঠোঁট অসৎ চরিত্র ও বদমেজাজের লক্ষণ।
ঝগড়াটে ও কৃপণ হন তাঁরা, যাঁদের ঠোঁট বেশ পাতলা।
অধরের তিল বিলাসিতা ও প্রেমিকতার চিহ্ন। তিলযুক্ত অধর রোমান্টিক প্রেম ও মনের কারক। এরা যেমন অধর পান করতে ভালোবাসে তেমনই ভালোবাসে আকণ্ঠ চুম্বিত হতে।
তবে সুন্দর মুখ ও অধর যাঁদের তাঁরাই যে ভাল চুম্বন করতে পারেন, এমনটা ঠিক নয়। এটা অনেকটাই নির্ভর করে প্রয়োগ বা ব্যবহারের উপরে।