কোহিনূর হিরে দেশে ফেরাতে এবার সওয়াল করলেন লোকসভার সাংসদরা। দলমত নির্বিশেষে এই দাবিতে সিংহভাগ সাংসদকেই এদিন এককাট্টা হতে দেখা গেছে। বৃহস্পতিবার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন বিজেডি সাংসদ ভার্ত্রুহরি মহতাব। তিনি দাবি করেন, ওই হিরে মহারাজা রণজিৎ সিং পুরীর জগন্নাথ মন্দিরে দান করার কথাই শেষ ইচ্ছায় জানিয়েছিলেন। ওই হিরে রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়ার যে তত্ত্ব সামনে আনা হচ্ছে তা ভুল। রণজিৎ সিংয়ের মৃত্যুর পর তাঁর ছেলে দিলীপ সিং নাবালক অবস্থায় না বুঝেই রানিকে হিরেটি উপহার দিয়ে দেন। কিন্তু রণজিৎ সিংয়ের শেষ ইচ্ছের কথা লর্ড ডালহৌসির লেখা একটি চিঠি থেকেই স্পষ্ট। মহতাব দাবি করেন, সরকারের উচিৎ কোহিনূরকে অবিলম্বে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া। কারণ ওই হিরে পুরীর জগন্নাথ দেবের কাছে থাকা উচিত।
Leave a Reply