‘সংস্কৃতি এবং ঐতিহ্য সমৃদ্ধ এই শহর এবং অবশ্যই দেশের সবচেয়ে মিষ্টি শহর কলকাতা। আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালবাসা অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা ভাল থাকুন। ধন্যবাদ’। টান ছিল একটা। তবে পরিস্কার বাংলায় কথাগুলো হাসিমুখে বললেন কিং খান। ২৩ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আঙ্গিনায় বাংলা বলে বাঙালির মন জয় করে নিলেন তিনি। শুধু বাংলা বলা নয়, কথা দিয়েছেন আগামী বছর ধুতি পড়ে আসবেন ও আরও সুন্দর বাংলা বলবেন। কিং খানের পাশাপাশি বক্তৃতা দেন অমিতাভ বচ্চন। রবীন্দ্রনাথের কোটেশান তুলে সিনে জগতের ঐতিহ্য তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই ধ্রুপদী মুর্ছনায় ভরে উঠেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আঙ্গিনা। ওস্তাদ রশিদ খানের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বিক্রম ঘোষ। সুমুধুর সঙ্গীতের মধ্য দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় কলকাতা চলচিত্র উৎসবের শুভ উদ্বোধন। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমা জগতের উজ্জ্বল ব্যক্তিত্বদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান, কাজল, মহেশ ভাট, কুমার শানু, প্রসেনজিত, ইন্দ্রাণী হালদার, দেব, মিমি চক্রবর্তি প্রমুখ। ইরানি সিনেমা ‘ইয়েলো’ দিয়ে উদ্বোধন হল ২০১৭-র চলচিত্র উৎসবের। বাংলা সিনেমা যাঁরা দেখতে ভালবাসেন তাঁদের জন্য থাকছে ৩টে বাংলা সিনেমা। বাংলা সিনেমার জন্য খোলা হয়েছে ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার অফ বেঙ্গলি সিনেমা’ নামে একটি বিভাগ। সেখানে যে ৩টি সিনেমা জায়গা পেয়েছে সেগুলি হল ‘বিলের ডাইরি’, ‘বারান্দা’ ও ‘স্মাগ’। বাংলা সিনেমা ছাড়াও রয়েছে আরও ১৫টি বিভাগ। মোট ৫৩টি দেশের ১৪৩টি ছবি প্রদর্শিত হবে এই বছর ফিল্ম ফেস্টিভ্যালে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)