নভেম্বর মানেই কলকাতা মেতে ওঠে আর এক উৎসবের আনন্দে। সকলে না হলেও সিনেমামোদী মানুষজন তো বটেই। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। দেশি-বিদেশি সিনেমার বিপুল সমাগম। যাঁরা সিনেমা দেখতে ভালবাসেন, তা নিয়ে চর্চা করতে ভালবাসেন তাঁরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবের ৮টা দিনের জন্য। সারাদিন এ হল ও হল ঘুরে সিনেমা দেখা। কোন পরিচালকের সিনেমা কোথায় হচ্ছে তার খবর নেওয়া। ২টি হলে একই সময়ে ২টি ভাল সিনেমা দেখানো হলে কোনটা দেখবেন তা নিয়ে মাথা খারাপ করা সিনেমাপ্রেমীরা নভেম্বর পড়তেই তাই কোমর বেঁধে তৈরি হয়ে গেছেন। তৈরি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারাও।
এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হচ্ছে পুরনো জাঁকজমকেই। এবারও একই মঞ্চে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স-এর মালিক থেকে একসময়ে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের সঙ্গে পশ্চিমবঙ্গের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। অমিতাভ বচ্চন নিজেই অনেক জায়গায় বলেন তিনি কলকাতার জামাইবাবু। এবার ২৫ তম বর্ষে পদার্পণ করছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।
২৫ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শুরু হচ্ছে ৮ নভেম্বর থেকে। দেখানো হবে ২১৪টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা, ১৫২টি ছোট সিনেমা এবং তথ্যচিত্র। ৭৬টি দেশের সিনেমা এবার জায়গা পাচ্ছে উৎসবে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শুরুই হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমা দিয়ে। বাংলার এই কালজয়ী সিনেমা এ বছর তার আত্মপ্রকাশের ৫০ বছর পূর্ণ করল। সেকথা মাথায় রেখেই এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সূত্রপাত হচ্ছে এই সিনেমার হাত ধরে।