Sports

কলকাতার অধিনায়ক কে জানিয়ে দিল দল

আইপিএল-এর নিলাম সবে শেষ হয়েছে। প্রতিটি দলই প্রায় নতুন করে সেজেছে। ২টি নতুন দলও ঢুকেছে আইপিএল-এ। কেকেআর-এর অধিনায়ক কে তা এবার জানিয়ে দিল দল।

এবারের আইপিএল একদম নতুন মোড়কে হতে চলেছে। প্রতিটি দলেরই খোলনলচে বদলে গেছে। অধিকাংশ নতুন খেলোয়াড় এসেছে দলে। অনেক খেলোয়াড়ের দল বদল হয়েছে।

গত সপ্তাহের শেষে ২ দিন ধরে চলেছে আইপিএল নিলাম পর্ব। সেখানে কলকাতা নাইট রাইডার্স দল ফের কিনেছে প্যাট কামিন্সকে। ফের কিনেছে শিবম মাভি, রিঙ্কু সিং ও নীতীশ রাণাকে।


রেখে দিয়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, চক্রবর্তী বরুণ ও ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়া কিনেছে শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, উমেশ যাদব সহ একগুচ্ছ ভারতীয় নতুন প্রতিভাকে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্যাট কামিন্স ছাড়া কিনেছে চামিকা করুণারত্নে, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, মহম্মদ নবিকে। কিন্তু দলের অধিনায়ক কে হবেন? এটাই ছিল বড় প্রশ্ন।


অজিঙ্কা রাহানে নাকি শ্রেয়স আইয়ার? দৌড়ে এগিয়ে ছিলেন এঁরা ২ জনই। আন্দ্রে রাসেলের নামও উঠে আসছিল। অবশেষে কেকেআর টিম ম্যানেজমেন্ট বেছে নিল শ্রেয়স আইয়ারকে।

প্রসঙ্গত এর আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়স। কিন্তু তিনি চোটগ্রস্ত হলে ঋষভ পন্থকে অধিনায়ক করে তারা। পরে শ্রেয়স চোট সারিয়ে ফিরলেও তাঁকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়নি। যা নিয়ে শ্রেয়সের মনে অসন্তোষ ছিল।

এমনও বলা হয় কার্যত শ্রেয়সকে দিল্লি আর দলে রাখতেই চায়নি। এই অবস্থায় এমনই শোনা যাচ্ছিল যে শ্রেয়স চাইছেন যে দলই তাঁকে কিনুক তারা যেন তাঁকে অধিনায়কত্বটা দেয়।

কেকেআর তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় কিনলও, তাঁকে অধিনায়কত্বও দিল। এবার ভারতীয় ক্রিকেটের আইয়ার জুটি কেকেআর-কে কতটা এগিয়ে রাখে সেদিকে তাকিয়ে কেকেআর সমর্থকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button