মাসের শুরু। সপ্তাহের শুরু। প্রবল ব্যস্ত একটা দিনের শেষে সন্ধেয় তখন বাড়ি ফেরার তাড়া। ক্লান্ত শরীরটা নিয়ে বাড়ি পৌঁছে বিশ্রাম। আর ঠিক সেই অফিস শেষে বাড়ি ফেরার সময়েই প্রবল সমস্যার শিকার হলেন মেট্রো যাত্রীরা। মেট্রোয় সময় কম লাগে। যাত্রাও কষ্টহীন। তাই অনেকেই মেট্রো ধরেন এসময়ে। ঠিক সেই ভর সন্ধেবেলা ভিড়ে ঠাসা অবস্থায় বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা।
এমজি রোড মেট্রো স্টেশনে একটি রেকের তলা দিয়ে ধোঁয়া বার হতে দেখা যায়। তখন গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে আনেন মেট্রো কর্তৃপক্ষ। কোনও ঝুঁকি না নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ময়দান থেকে দমদম মেট্রো পরিষেবা। আতান্তরে পড়েন মেট্রো যাত্রীরা।
অফিস ফেরত যাত্রীদের ভিড়ে এসপ্ল্যানেড থেকে উত্তরমুখী একের পর এক মেট্রো স্টেশনে ভিড় বাড়তে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেট্রো চালু হয়নি। এদিকে মেট্রো কখন চালু হবে তার ভরসা না করে অনেকেই বাস ধরেন। ফলে অফিস ফেরত মেট্রো যাত্রীদের একটা বড় অংশ বাসে ভরসা করায় বাসে প্রবল ভিড় হয়ে যায়। সব মিলিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয় অফিস যাত্রীদের। সামনে পুজো। ফলে পুজোরও একটা বাড়িত চাপ এসময়ে রাস্তায় থাকে। ২ ভিড় মিলিয়ে এদিন সন্ধেয় দুর্বিষহ পরিস্থিতির শিকার হলেন সাধারণ মানুষ।