বাকি রইল না মেট্রো স্টেশনও। শুধু যা মেট্রোর লাইনে বসে পড়াটা বাকি রইল! মঙ্গলবার কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি কর্মীরা দুপুরে ময়দান মেট্রো স্টেশনের একদম প্ল্যাটফর্মে পৌঁছে যান। তারপর দমদমগামী একটি মেট্রোর কেবিনের সামনে বিক্ষোভ শুরু করেন। হাতে ছিল আইএনটিইউসি-র পতাকা। স্লোগান দিতে থাকেন তাঁরা। এমন কাণ্ড বড় একটা দেখে অভ্যস্ত নন মেট্রোয় যাতায়াত করা যাত্রীরা। সকলে অবাক হয়ে যান। বন্ধ আগেও হয়েছে। কিন্তু একেবারে মেট্রো স্টেশনে ঢুকে বন্ধের সমর্থনে হৈচৈ এই প্রথম।
দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। তাঁদের সরিয়ে দেওয়া হয়। মেট্রোর টিকিট পাঞ্চের গেটেও কিছুক্ষণ বিক্ষোভ দেখান ধর্মঘটীরা। এদিন ধর্মঘটীদের স্টেশন থেকে বাইরে এনে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হওয়ার পর ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)