ফের মেট্রোয় বিভ্রাট। একের পর এক ঘটনায় ক্রমশ মানুষ কলকাতা মেট্রোয় চড়তে ভয় পাচ্ছেন। বৃহস্পতিবার বেলা তখন ১০টা ৫০। দমদম মেট্রো স্টেশনে যথেষ্ট ভিড়।
টালিগঞ্জমুখী একটি নন-এসি মেট্রো রেক এসে দাঁড়াতে তাতে উঠে পড়েন সকলে। মেট্রো ছাড়তে যাবে। ঠিক তার আগেই তৃতীয় কামরা থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন যাত্রীরা। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। যদিও তখনও যাত্রা শুরু করেনি সেটি।
কলকাতা মেট্রোর সিপিআরও সংবাদ সংস্থাকে জানান, গাড়িটিকে দমদম স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে কেন ধোঁয়া তা এখনও পরিস্কার নয়। এটা যান্ত্রিক ত্রুটি কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। ১১ টা ১৫ মিনিটে ফের চালু হয় মেট্রো।