মেট্রোয় আগুন আতঙ্ক পিছু ছাড়ছে না। ফের বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে মেট্রোর থার্ড লাইনে আগুনের ফুলকিতে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। দ্রুত ট্রেন ফাঁকা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দমদম স্টেশনে ঢোকার মুখেই থার্ড লাইন থেকে আগুন বার হতে দেখা যায়।
থার্ড লাইনের বিদ্যুৎ বন্ধ করে ব্যবস্থা গ্রহণ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। ওই সময়টা অফিস টাইম। ফলে দমদম স্টেশনে তখন প্রচুর যাত্রী মেট্রো অপেক্ষায়। এই অবস্থায় মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কেন আগুনের ফুলকি তা খতিয়ে দেখা শুরু হয়। কিছুটা ধোঁয়াও বার হতে দেখেন অনেকে।
গিরিশ পার্ক ও দমদমের মধ্যে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যার শিকার হন যাত্রীরা। ঘণ্টা দেড়েক পর অবস্থা স্বাভাবিক হয়। যাত্রীদের প্রশ্ন এভাবে কেন মাঝেমধ্যেই মেট্রোয় বিপত্তি ঘটছে? কেন ঠিকমত দেখভাল হচ্ছেনা মেট্রো পরিষেবার? মেট্রো এখন কলকাতা শহরের পরিবহণের বড় ভরসা। সেখানে এমন হতে থাকলে তো আগামী দিনে আতঙ্কে অনেকে মেট্রো চড়তেই ভেবে দেখবেন বলে মনে করছেন এদিন স্টেশনে স্টেশনে আটকে পড়া যাত্রীরা।