কলকাতা মেট্রোর এসি রেকে হাত আটকে সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞেরা। পুরো ঘটনায় বারবার মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় সোমবার এই ঘটনার তদন্তে শহরে এলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ। তিনি প্রথমে রেকটি পরীক্ষা করেন। তারপর পার্ক স্ট্রিট স্টেশনে যেখানে শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে সেখানে হাজির হন। পুরো জায়গা পর্যবেক্ষণ করেন।
রেলের খুব বড় ধরনের সমস্যার ক্ষেত্রে কমিশনার অফ রেলওয়ে সেফটি হাজির হন। ছোটখাটো কোনও দুর্ঘটনার ক্ষেত্রে তিনি আসেন না। কলকাতায় সুড়ঙ্গে আগুনের ঘটনার পর ফের কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্তে এলেন। মেট্রোর তরফে জানানো হয়েছে, এদিন ছিল সাইট ভিজিট। তারপর এই ঘটনার সঙ্গে সরাসরি যাঁরা যুক্ত বলে মনে হবে তাঁদেরও জিজ্ঞাসাবাদ হবে। কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
গত শনিবার কবি সুভাষগামী মেট্রোয় ওঠার সময় কসবার বাসিন্দা ৬৬ বছরের সজল কাঞ্জিলালের হাত মেট্রোর দরজায় আটকে যায়। হাত বগির ভিতরে আর পুরো শরীর বাইরে। এই অবস্থায় তাঁকে নিয়ে ছোটে মেট্রো। দরজার সেন্সর কাজ করেনি। ফলে তা থেকে হাত ছাড়াতে পারেননি তিনি। এছাড়াও অভিযোগ গার্ড বিষয়টি নজর করেননি, প্যানিক বাটন কাজ করেনি, ফোনে কাজ হয়নি, কোনও সুরক্ষাকর্মীর নজরে পড়েনি বিষয়টি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল সমালোচনার মুখে মেট্রো কর্তৃপক্ষ।