ইস্ট-ওয়েস্ট মেট্রো তার সফর শুরু করল। অবশ্যই পুরো পথ নয়। আপাতত ৬টি স্টেশনের মধ্যে যাতায়াত শুরু করল এটি। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো।
বৃহস্পতিবার সবুজ পতাকা নেড়ে মেট্রোর যাত্রা শুরু করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সঙ্গে ছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের কোনও মন্ত্রীকে পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর নামই নিমন্ত্রণ পত্রে ছিলনা।
ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হল ৬টি স্টেশনের মধ্যে। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে শুরু করে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল হয়ে সল্টলেক স্টেডিয়াম হবে মেট্রোর শেষ স্টেশন।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে মেট্রোর প্রথম যাত্রায় সফর করেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিক থেকে কর্মীরা। এদিন সাধারণ মানুষ ওঠার সুযোগ পাননি। শুক্রবার থেকে সাধারণ মানুষ এই মেট্রোয় সফর করতে পারবেন।
আপাতত ৬টি স্টেশন অতিক্রম করতে মেট্রোর লাগবে ১৪ মিনিট। পুরোটাই মাটির ওপর দিয়ে। কোথাও সুড়ঙ্গে প্রবেশ নেই। টিকিট থাকছে ৫ ও ১০ টাকা। সেটা নির্ভর করবে কতটা পথ অতিক্রম করবেন যাত্রী তার ওপর। কোথা থেকে কত ভাড়া তা মেট্রো স্টেশনগুলিতেই টাঙানো রয়েছে। মেট্রোর রেকগুলিও আধুনিক।
সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে স্টেশনে পৌঁছনোর পর মেট্রোর দরজা খোলার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে থাকা একটি দরজাও খুলবে। প্রধান মেট্রোয় দুর্ঘটনা রুখতেই এই বন্দোবস্ত। মেট্রোর কামরাও অনেকটা উন্নত। থাকছে সিসিটিভি।