নিট পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর বিশেষ মেট্রো, ১৪ থেকে হয়তো নিয়মিত
নিট পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর বিশেষ মেট্রো পরিষেবা দেবে মেট্রো রেল। ১৪ সেপ্টেম্বর থেকে সাধারণের জন্য ঘুরতে পারে মেট্রোর চাকা।
কলকাতা : রাজ্যসরকারের সঙ্গে ২ দিন টানা বৈঠক শেষ করেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার ট্রেন চালানোর পালা। কিন্তু কবে থেকে? এটাই এখন সকলের প্রশ্ন। আনুষ্ঠানিক কোনও ঘোষণা না হলেও হয়তো ১৪ সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো। তার আগে অবশ্য নিট পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর মেট্রো চলাচল নিশ্চিত।
শুক্রবার ৬টি অবিজেপি শাসিত রাজ্যের সরকারের তরফে নিট পরীক্ষা এখন না নেওয়ার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। ফলে নিট পরীক্ষা যে ১৩ তারিখ হচ্ছেই তা এখন পরিস্কার। যদিও রাজ্যসরকার বৃহস্পতিবারই মেট্রো কর্তৃপক্ষকে নিট পরীক্ষার্থীদের জন্য ১৩ তারিখ বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করার অনুরোধ করেছিল। যাতে এদিন সাড়া দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
১৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেট্রো চলবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। নির্দিষ্ট নিয়মবিধি মেনেই মেট্রোয় চড়তে হবে। এদিকে মেট্রো এই মাসের মাঝামাঝি সময় থেকেই চলার কথা আগেই জানা গিয়েছিল। হয়তো ১৪ সেপ্টেম্বর থেকেই সাধারণের জন্য চলতে পারে মেট্রো। তবে থাকবে একগুচ্ছ নিয়ম। যা জানা যাচ্ছে তাতে স্মার্ট কার্ডেই মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের। তবে যাঁদের স্মার্ট কার্ড নেই তাঁদের জন্য অ্যাপ এবং কাগজি টিকিটের বন্দোবস্ত হতে পারে।
মেট্রো কর্তৃপক্ষ একটি অ্যাপ তৈরি করেছে। সেটি ডাউনলোড করে স্মার্টফোনে টিকিট বুক করা যাবে। তবে যাতায়াত ইচ্ছামত হবে না। মেট্রো কর্তৃপক্ষ সিট রয়েছে কিনা তা জানিয়ে দেবে। কখন সিট পাওয়া যাবে তাও জানিয়ে দেবে। এছাড়া মেট্রোর মধ্যে থাকছে নির্দিষ্ট দূরত্ববিধি। মুখে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। পার করতে হবে স্যানিটাইজার টানেল। তাছাড়া থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হবে। যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে তবেই মিলবে মেট্রো যাত্রার ছাড়পত্র।
স্টেশনে দাগ কাটা থাকবে। সেখানে দাঁড়াতে হবে। বসতেও পারবেন যাত্রীরা। মেট্রো আপাতত ১২ মিনিট বা তার বেশি ব্যবধানে মিলতে পারে। মেট্রো চালু হলেও ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনই চালু করা হচ্ছেনা। তা কবে হবে তাও কিছু জানা যাচ্ছেনা। আপাতত হয়তো এই মেট্রো পরিষেবা চালু করে অবস্থাটা বুঝে নিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।