Kolkata

প্রবীণ নাগরিকদের জন্য সুখবর শোনাল মেট্রো

মেট্রো সফরে এবার সুবিধা পেলেন বয়স্ক নাগরিকরা। তাঁদের যাত্রার ক্ষেত্রে নিয়ম শিথিল করল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা : শহরে মেট্রোর চাকা ফের লাইনে ফিরেছে ১৭৭ দিন পর। করোনার জন্য এই দীর্ঘ সময় বন্ধ থাকার পর আনলক পর্বে মেট্রো সফর শুরু হওয়ায় অনেক মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন। কলকাতার লাইফ নাইন—এ পরিণত হওয়া মেট্রো গত সোমবার থেকে সাধারণ মানুষকে নিয়ে চলা শুরু করেছে। তবে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে সফরের। এখন মেট্রো সফর করতে লাগছে ই-পাস।

ইন্টারনেট সম্বন্ধে নতুন প্রজন্ম বা মধ্যবয়সী মানুষজনও কিছুটা সড়গড়। কিন্তু বয়স্ক মানুষজনের জন্য অ্যাপ ব্যবহার করে ই-পাস নিশ্চিত করে তারপর স্মার্টফোনে সেই ই-পাস দেখিয়ে মেট্রো সফর নিশ্চিত করা কষ্টসাধ্য। কারণ তাঁরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করতে পারেননা।


অন্যের সাহায্য নিয়ে যদি মুশকিল আসানের চেষ্টা করেনও, তাহলেও তা ই-পাস পাওয়ার জন্য এবং তা দেখিয়ে স্লট বুক করার জন্য সময়মত সকলকে পাশে পান না।

অনেকে আবার নিছক বেসিক সেট ব্যবহার করেন। ফোন ধরা আর ফোন ছাড়াটা জানেন। কিছুটা হলেও এসএমএস বিষয়টি রপ্ত করতে পেরেছেন। তাও বর্তমান যুগে ব্যাঙ্কিং পরিষেবা অনেকটাই এসএমএস নির্ভর বলে।


এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে নিয়ম শিথিল করল মেট্রো রেল কর্তৃপক্ষ। সিনিয়র সিটিজেনরা নির্দিষ্ট সময়ের মধ্যে মেট্রো সফর করতে চাইলে তাঁদের ই-পাস লাগবে না।

বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনও সিনিয়র সিটিজেন মেট্রো সফর করতে চান তাহলে তাঁর ই-পাস লাগবে না। লাগবে কেবল তাঁর পরিচয়পত্র। যা থেকে প্রমাণ হবে যে তিনি সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক। এজন্য তাঁকে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট।

এই সুবিধা প্রবীণ নাগরিকদের অনেকটা স্বস্তি দিল। কারণ অনেক প্রবীণ নাগরিকেরই অভিযোগ ছিল মেট্রো চালু হল বটে তবে টিকিটের এমন নিয়ম হল যে তাঁদের পক্ষে মেট্রো সফর কার্যত অসম্ভব। তাঁদের সেই অভিযোগের অবসান ঘটাল মেট্রো কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট সময়েই সেক্ষেত্রে সফর করতে হবে প্রবীণদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button