ভরা অফিস টাইম বলতে যা বোঝায় ঠিক তাই। ঘড়ির কাঁটায় সকাল ৮টা ৫৬ মিনিট। মেট্রোর বাঁশদ্রোণী স্টেশনে তখন থিক থিক করছে যাত্রীদের ভিড়। ঠিক সেই সময়েই মেট্রোর থার্ড রেলে একটি বিকট বিস্ফোরণের শব্দ পান যাত্রীরা। বিস্ফোরণের পরই সেখান থেকে আগুনের শিখা ঝলসে ওঠে। আতঙ্কে ছোটাছুটি জুড়ে দেন যাত্রীরা। পড়ে গিয়ে অনেকে কমবেশি আহতও হন।
পরে যদিও মেট্রো কর্তৃপক্ষ ব্যবস্থা নেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। হাজির হন ইঞ্জিনিয়াররা। এদিকে অফিস টাইমে এই অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। সময় হিসাব করে বাড়ি থেকে অফিসমুখী যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। বেলা ১০টা ১০ থেকে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।