ভারতের প্রথম নদীর তলার মেট্রোয় প্রধানমন্ত্রী, গঙ্গার নিচে লেখা হল ইতিহাস
ভারতে এই প্রথম কোনও মেট্রো ছুটল নদীর তলা দিয়ে। যাতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের সঙ্গে গল্প করতে করতে পার করলেন গঙ্গা।
৪০ বছর আগে ভারত মেট্রো রেল দেখেছিল কলকাতাতে। কলকাতায় দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল সেদিন। সেই মেট্রো কেমন দেখতে, কেমন লাগে মাটির তলার এই সফর তা অনুভব করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছিলেন কলকাতায়। মেট্রোয় সফর করে তাঁদের বিস্ময় কাটেনি দীর্ঘ সময়।
এখন অবশ্য ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে। তবে ৪০ বছর আগে ভারতের প্রথম মেট্রোর মত ৪০ বছর পর ফের মেট্রো রেলের ইতিহাসে কলকাতা প্রথম কিছু করে ইতিহাস লিখল। গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো রেল।
এই প্রথম ভারতের কোনও মেট্রো নদীর তলা দিয়ে যাত্রা করল। গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো সফরের উদ্বোধন করাই নয়, গঙ্গার তলা দিয়ে এই মেট্রো সফরে শামিলও হলেন প্রধানমন্ত্রী। এই সফরে মেট্রো রেলের সিটে তাঁর সফর সঙ্গী হল স্কুলের পড়ুয়ারা।
তাদের সঙ্গে গল্প করতে করতেই মেট্রোয় গঙ্গা পার করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে পড়াশোনা ও তাদের অন্য ভালোলাগার বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এদিন সশরীরে তিনি গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধনে হাজির থাকলেও তার সঙ্গে ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসপ্ল্যানেড হাওড়া মেট্রোর উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।