মেট্রো রেলের যাত্রীদের জন্য সুখবর, আরও রাতে মিলবে ট্রেন
মেট্রো রেল বহু মানুষের বড় ভরসা। শহরের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে অল্প সময়ে জুড়ে দেওয়া মেট্রো রেল এবার যাত্রীদের সুখবর শোনাল।
মেট্রো চালু হওয়ার পর থেকেই কলকাতায় মেট্রো রেলে বহু মানুষের নিত্য যাতায়াত। আবার যাঁরা নিত্যদিন যাতায়াত করেননা, তাঁরাও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত যানজট ছাড়াই পৌঁছে যেতে মেট্রো রেলের ওপর ভরসা করেন।
মেট্রো লাইনের সম্প্রসারণ, নতুন দিকে মেট্রো চালু অবশ্যই মেট্রোর প্রতি মানুষের ভরসা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু সকলের একটাই অভিযোগ ছিল এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা কেন শেষ হয়ে যায়? রাত ৯টা ৪০ মিনিট আবার রাত নাকি?
মেট্রো রেল এবার তাঁদের কথায় সাড়া দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবার রাত ১১টায় আরও একটি ট্রেন চালানো শুরু করছে। যা রাত ১১টায় দমদম থেকে যেমন ছাড়বে তেমন উল্টোদিকে কবি সুভাষ স্টেশন থেকেও ছাড়বে। ২ প্রান্ত থেকেই রাত ১১টায় ট্রেন ছাড়বে। আপাতত এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে।
সোম থেকে শুক্রবার রাত পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। যদিও এটা পরীক্ষামূলক। দেখা হবে যাত্রীরা সেভাবে সাড়া দেন কিনা বা পর্যাপ্ত সংখ্যক যাত্রী ওঠেন কিনা!
আপাতত সোম থেকে শুক্রবার পর্যন্ত যে ২টি ট্রেন ২ প্রান্ত থেকে ছাড়বে তা প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। প্রতিটি স্টেশনেই যাত্রীদের জন্য একটি করে কাউন্টার টিকিট কাটার জন্য খোলা রাখবে মেট্রো কর্তৃপক্ষ।
অবশ্যই মেট্রোর এই উদ্যোগের তারিফ করেছেন যাত্রীরা। অনেকেই খুশি যে তাঁরা রাত ১১টাতেও মেট্রো পাবেন। তবে এই পরিষেবা নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশনে পাওয়া যাবেনা। ওখানে এখন যেমন শেষ ট্রেন পৌঁছয় বা ছাড়ে সেটাই চলবে।