Kolkata

কৌটো ঘিরে বোমাতঙ্ক, ব্যস্ত সময়ে মেট্রোয় আতঙ্ক

ঘড়ির কাঁটায় বেলা ১১টা বেজে ১০ মিনিট। চূড়ান্ত ব্যস্ত সময়। কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে তখন থিকথিক করছে মানুষের ভিড়। এমন সময় স্টেশনের টিকিট কাউন্টারের পাশে স্টোর রুমের ধারে একটি লাল কৌটো পড়ে থাকতে দেখেন মেট্রোকর্মীরা। রহস্যময় কৌটোটি ঘিরে মুহুর্তে বোমাতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকে আতঙ্কে প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নির্ধারিত সময়ে মেট্রো আসলেও অনেকে ট্রেনে পা দেননি। আতঙ্কে মেট্রোর সফর ছেড়ে বাসেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন কেউ কেউ। এদিকে কৌটো রহস্য ভেদ করতে ততক্ষণে মেট্রো কর্তৃপক্ষ খবর দিয়েছেন ভবানী ভবনে।

খবর পেয়ে বম্ব স্কোয়াড, ২টি স্নিফার কুকুর সহ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কৌটোটিকে পরীক্ষার জন্য সাবধানে পুলিশ ভ্যানে তোলেন বম্ব স্কোয়াডের সদস্যরা। কে বা কারা মেট্রোর মধ্যে কৌটোটি রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। মেট্রো স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরে স্টেশন চত্বর তন্নতন্ন করে খুঁজে দেখা হয় আর কোথাও কোনও কৌটো জাতীয় বস্তু পড়ে আছে কিনা! তবে আর কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এদিনের বোমাতঙ্কের ঘটনায় মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়নি। সাধারণ ও নিত্য যাত্রীদের কথা ভেবে পুলিশি তৎপরতায় স্বাভাবিক ছিল মেট্রো চলাচল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button