কলকাতা পুরসভার ওয়েবসাইটেই হামলা চালাল হ্যাকাররা। হ্যাকাররা ওয়েবসাইটের অন্য তথ্য মুছে সেখানে এনপিআর সম্বন্ধে নানা তথ্য তুলে দিয়েছে। একথা জানিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ওয়েবসাইটের নাম ‘কেএমসিগভ ডট ইন’। এই ওয়েবসাইটে কলকাতা পুরসভার নানা তথ্য থাকে। সেখানে দেখা গেছে হানা দিয়েছে হ্যাকাররা। এনপিআর বা জাতীয় নাগরিকপঞ্জী-তে কার নাম রয়েছে তা দেখে নিতে বলা হয়েছে পুরসভার ওয়েবসাইটে।
মেয়র জানান ২০১০ সালের তথ্য তুলে দেওয়া হয়েছে এখানে। এখান থেকে নিজের নাম খুঁজে নিতে বলা হয়েছে। পুরো ঘটনা ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় জানানো হয়েছে। এছাড়া কলকাতা পুরসভার তরফে সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে।
মেয়র জানান, মনে করা হচ্ছে এই পুরো ঘটনার পিছনে কলকাতা পুরসভারই কোনও কর্মী জড়িত। কিন্তু কেন জড়িত? কী করতে চাইছিল সে? সেটাই জানার চেষ্টা করা হবে বলেও জানান মেয়র। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি একাজ করে তা খতিয়ে দেখা হবে বলে আস্বস্ত করেছেন তিনি। এদিকে কলকাতা পুরসভার ওয়েবসাইট এভাবে হ্যাক হওয়ার জেরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরসভায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা