কর্মীদের অফিস আনতে বিশেষ বন্দোবস্ত করল পুরসভা
পরিবহণ সমস্যা নিয়ে জেরবার অফিসযাত্রীরা। কলকাতা পুরসভা এই সমস্যার কথা মাথায় রেখে বিশেষ বন্দোবস্ত করল কর্মীদের জন্য।
কলকাতা : গত সোমবার থেকে ১০০ শতাংশ কর্মীর হাজিরা নিশ্চিত করার কথা জানিয়েছিল কলকাতা পুরসভা। এদিকে সোমবার থেকে কলকাতার রাস্তায় বিশেষ একটা বাস বাড়েনি। শহর এখনও বেসরকারি বাসের ওপর নির্ভরশীল। সেই বাস অমিল। ফলে অফিস পৌঁছতে অন্যান্য অফিসের কর্মীদের মত কলকাতা পুরসভার কর্মীদেরও কালঘাম ছুটে যায়। যাতায়াতের সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
কর্মীদের পরিবহণ সংক্রান্ত অসুবিধার কথা বিবেচনা করে কলকাতা পুরসভা এবার নিজেরাই উদ্যোগ নিয়ে কর্মীদের নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। ১১টি বাস চালু করল তারা। ১১টি রুটে এই বাসে সকলে যাতায়াত করবেন। একটি নির্দিষ্ট স্পট থেকেই কর্মীদের তুলে নেবে বাস। তারপর পুরসভায় পৌঁছে দেবে। বিকেল ৫টার পর ফের তাঁদের ফিরিয়ে দেবে ওই বাস।
এতে কর্মীদের সমস্যা অনেকটাই মিটবে। পুরসভাতেও কাজের গতি ঠিকঠাক থাকবে বলে মনে করছেন সকলে। কর্মীরাও এই ব্যবস্থায় খুশি। এদিকে মুখ্যমন্ত্রী বুধবারই পরিবহণ সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মীদের অফিসে হাজিরা ২টি শিফটে ভেঙে দিয়েছেন। সাড়ে ৯টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে প্রথম শিফট। দ্বিতীয় শিফট হবে সাড়ে ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।