
ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে নামল কংগ্রেস। এদিন কলকাতা পুরসভার গেটের সামনে অমিতাভ চক্রবর্তী, প্রকাশ উপাধ্যায়ের মত কংগ্রেস নেতা-কাউন্সিলরদের উপস্থিতিতে বিক্ষোভ দেখান কয়েকশো কংগ্রেসকর্মী। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। সঙ্গে ছিল প্রতীকী মশারি। পুরসভার সামনে দাঁড়িয়ে ভাষণ দেন কংগ্রেস নেতারা। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী, সমর্থকেরা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন। তবে তা বড় আকার নেয়নি। পরে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি জমা দেন কংগ্রেস নেতৃত্ব। এদিকে বিক্ষোভ হলেও ডেঙ্গি মোকাবিলায় পুরসভার তরফে খামতি নেই বলেই দাবি করেছেন পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।