
শহরবাসীকে ২৪ ঘণ্টা জলসরবরাহের উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। বুধবার এনিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, কলকাতায় ২৪ ঘণ্টা জল সরবরাহের ব্যাপারে উৎসাহও দেখিয়েছেন এডিবির প্রতিনিধিরা। এজন্য মোটা অঙ্কের লগ্নিতেও সায় রয়েছে তাঁদের। ফলে কলকাতা পুরসভাও চাইছে পরিকল্পনা বাস্তবায়িত করতে। ২০২০ সালকে লক্ষ্য করে এগোতে চাইছে পুরসভা। ২০২০-র মধ্যে কলকাতা পুরসভার ৪০টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা ও বাকি ওয়ার্ডগুলিতে ১২ ঘণ্টা জল সরবরাহের ব্লুপ্রিন্ট তৈরি করার কাজ শুরু হবে শীঘ্রই।