২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভা কত টাকা কর বাবদ আয় করেছে? একথা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব। চিঠি পাঠানো হয়েছে পুরসভার আন্ডার সেক্রেটারিকে। চিঠিতে করদাতাদের কে কত রাজস্ব দিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ সহ বেশ কিছু তথ্যও চেয়ে পাঠানো হয়েছে। সচিব চিঠিতে এও জানিয়েছেন এই তথ্য প্রধানমন্ত্রীর দফতর জানতে চেয়েছে। তাই তাঁর এই চিঠি। এদিন সন্ধেয় নবান্ন ছাড়ার আগে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনও গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারের এটা অবমাননা। এভাবে পিএমও চেয়েছে বলে জানিয়ে রাজস্ব সচিব চিঠি দিয়ে কর আদায়ের পরিমাণ জানতে চাইতে পারেননা। তিনি এটা মেনে নেবেন না।