রাজ্যে রামনবমীতে অস্ত্র মিছিল হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। বিশ্ব হিন্দু পরিষদও রাম নবমী উপলক্ষে রাজ্যে ৭০০টি মিছিল বার করতে চলেছে। কিন্তু নির্বাচন চলছে। সামনেই দ্বিতীয় দফা। তারমধ্যে কী এভাবে মিছিল করা যায়? এ বিষয়ে কী তিনি কি কোনও ব্যবস্থা নিচ্ছেন? শনিবার দিল্লি উড়ে যাওয়ার আগে এই প্রশ্নই সাংবাদিকরা করেছিলেন রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেকে। গোটা বিষয়টি তিনি জেলা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছেন।
এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে বিবেক দুবে জানান, বিষয়টি নিয়ে তাঁকে না জিজ্ঞেস করে যাঁদের এই বিষয়টি সামলানোর কথা তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তিনি দিল্লি যাচ্ছেন একদম অন্য কারণে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে তিনি যাচ্ছেন। অস্ত্র মিছিল সংক্রান্ত বিষয় যে জেলা প্রশাসনের দায়িত্ব তাও তিনি এদিন স্পষ্ট করে দেন।
রবিবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে রামনবমী। রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল তরজা চরমে উঠেছে। অন্যদিকে রাজ্য সরকার গতবারই পরিস্কার করেছিল যে তারা রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিল করতে দেবে না। অন্যদিকে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরেই জানিয়ে দিয়েছেন, মিছিল হবে। আটকানোর চেষ্টা হলে তার ফল ভুগতে হবে।