অবশেষে হাওড়া স্টেশনের কাছে খোঁজ মিলল নিখোঁজ নোডাল ইলেকশন অফিসারের। তাঁর দায়িত্বে ছিল ইভিএম ও ভিভিপ্যাট। অর্ণব রায় নামে ওই নোডাল অফিসার গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নির্বাচন চলাকালীন একজন নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিকের নিখোঁজ হওয়ার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। তিনি কোথায় তার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে দিন সাতেক নিখোঁজ থাকার পর তাঁর খোঁজ পেল পুলিশ। তাঁকে হাওড়া স্টেশনের কাছে এক জায়গায় খুঁজে পাওয়া যায়। আপাতত তিনি তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন।
৭ দিন আগে গত বৃহস্পতিবার দুপুরে রাণাঘাটে নির্বাচনের কাজ করাকালীন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হয়ে যান। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। অবশেষ ৭ দিন পর তাঁর খোঁজ মিলল। কিন্তু তাঁর এই নিখোঁজ থাকার পিছনে কী অপহরণ নাকি আত্মগোপন? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে পুলিশ মনে করছে হয়তো তিনি আত্মগোপন করেই ছিলেন। পুরো ব্যাপারটাই পারিবারিক হতে পারে। যদিও অর্ণব রায়ের সঙ্গে কথা বলার আগে পর্যন্ত পুলিশ কিছুই নিশ্চিত করে বলতে পারছে না।
পুলিশ বা নির্বাচন কমিশন যে দিকে ইঙ্গিত করছে যে অর্ণববাবু পারিবারিক অশান্তির শিকার। সেজন্য তিনি মানসিক দিক থেকে বিপর্যস্ত ছিলেন। তাই নিজেই আত্মগোপন করেছিলেন। অর্ণববাবুর পরিবার কিন্তু তা মানতে নারাজ। তাঁর স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী কোনও মানসিক অবসাদে ভুগছিলেন না। এখন অর্ণববাবুই বলতে পারবেন সঠিক ঘটনা কি। তবে তার জন্য পুলিশের কাছে তাঁকে সত্যটা স্বীকার করতে হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)