Kolkata

কলকাতায় বহুতলে ভয়াবহ আগুন

কলকাতার এক্সাইড মোড়ের মত ব্যস্ত এলাকায় শুক্রবার একেবারে ভরা অফিস টাইমে আগুন লাগল একটি বহুতলে। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই বহুতলের ৪ তলা থেকে ধোঁয়া বার হতে দেখেন অফিসকর্মী সহ আশপাশের মানুষজন। খবর যায় দমকলে। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত ওই বাড়ি ফাঁকা করে দেওয়া হয়। এদিকে আগুন ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করতে থাকে। আগুনের লেলিহান শিখা জানালা দিয়ে বার হয়ে থাকে। চারদিক ধোঁয়া আর ধুলোয় ঢেকে যায়।

ধুলোর কারণ অন্য। আগুন লাগার পর বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে। বাড়িটিতে একটা বিশাল ফাটল ধরে। সেই ফাটল কার্যত ঝুলতে থাকে। ওই বিশাল অংশ ভেঙে পড়তে পারে যে কোনও মুহুর্তে এই আশঙ্কা করে সকলকে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেন দমকলকর্মীরা।


ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ল্যাডার ব্যবহার করে দমকল।। দমকলকর্মীরাও অনেকটা ঝুঁকি নিয়েই আগুন নেভাতে মাস্ক পড়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। ঘিঞ্জি এলাকায় আগুনে নিয়ন্ত্রণ আনতে যেমন সমস্যা হয়, তেমনই আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কও কাজ করতে থাকে। ফলে ওই বাড়িটির লাগোয়া অন্য বাড়িগুলি থেকেও লোকজনকে সরিয়ে দেওয়া হয়। যে বহুতলে আগুন লাগে সেখানে বেশ কয়েকটি অফিস রয়েছে। রয়েছে ফ্যাশন ডিজাইনিং ইন্সটিটিউট।

আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকে। সঙ্গে ছিল বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক। বেলা সাড়ে ১১টার পরও আগুনের শিখা দেখা যাচ্ছিল বাড়িটি থেকে। তবে আগুন তখন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলে দমকল। ঠিক কী কারণে আগুন লেগেছে তা পরিস্কার নয়। তা তদন্তের পরই জানা যাবে। তবে প্রাথমিক অনুমান শর্টসার্কিট। আগুন লাগার জেরে গোটা এলাকা জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু কৌতূহলী মানুষ ভিড় জমান।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button