বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে বুধবার প্রতিবাদ জানালেন অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। সামিল হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছাত্ররাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মালা পরিয়ে তার চারধার ঘিরে অধ্যাপক ও ছাত্রছাত্রীরা বসে পড়েন। অনেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কোনও সোচ্চার প্রতিবাদ নয়, তাঁদের অবস্থান ও কালো কাপড়ে ঢাকা মুখ বুঝিয়ে দিচ্ছিল প্রতিবাদের ভাষা। ছবি এঁকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানান তাঁরা।
বিদ্যাসাগর কলেজে পড়ুয়া ও অধ্যাপক ও অধ্যাপিকাদের এদিনের প্রতিবাদ অবস্থান দীর্ঘক্ষণ চলে। ছবি এঁকে বিদ্যাসাগরের ভাঙা আবক্ষ মূর্তিকে তুলে ধরা হয়। তবে বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। গত মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ-র রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে হামলার ঘটনা ঘটে। যা থেকে উত্তেজনা ছড়ায়। সেই সময় বিজেপির হামলাকারীরা বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে দেয় বলে এদিন দাবি করেন প্রতিবাদকারীরা।
শুধু বিদ্যাসাগর কলেজ বলেই নয়, এদিন সকাল থেকে রাজ্য জুড়েই শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এদিন সকাল থেকে সাধারণ মানুষেরও আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা।