২০১৯ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ এখন সময়ের অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। এবছর ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বসে। ১২ ক্লাসের এই ফল প্রকাশ ঘিরে এখন প্রত্যেক পরীক্ষার্থীই দুরুদুরু বুকে অপেক্ষায়। ফল প্রকাশ হলে কীভাবে দ্রুত জানবেন ফলাফল? এটাই স্বাভাবিক প্রশ্ন এখন। সকলেই চাইবে যত দ্রুত সম্ভব নিজের ফলাফল জানতে।
ফলাফল জানা যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। সংসদের নিজস্ব ওয়েবসাইট wbchse.nic.in এই ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া পদক্ষেপ পরপর পার করলেই মিলবে রেজাল্ট। এছাড়া examresults.net, indiaresults.com-এর মত বিভিন্ন রেজাল্ট ওয়েবসাইটেও মিলবে ফলাফল। মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে। যা করতে হবে সেটা হল নিজের মোবাইল ফোনের মেসেজে গিয়ে টাইপ করতে হবে ডব্লিউবি১২ তারপর লিখতে হবে নিজের রোল নম্বর। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ নম্বরে। তাহলে এসএমএস-এর মাধ্যমেই যে কেউ তার ফল জানতে পারবে।
২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির ২৬ তারিখে। চলে ১৩ মার্চ পর্যন্ত। ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৫৭ শতাংশ। এবার কী হবে পাশের হার? এবার কী গতবারের শতাংশকে ছাপিয়ে যাবে ফলাফল? নাকি কম হবে পাশের হার? কে হবে প্রথম, মেধা তালিকায় নাম থাকবে কাদের? তা জানতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।