Kolkata

সারদা মামলায় কলকাতার পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ

এখনও সিবিআইয়ের সামনে হাজির হননি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁকে নোটিস দেওয়ার পর গত সোমবার তিনি সিবিআইয়ের কাছে চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে সামনে পাননি সিবিআই আধিকারিকরা। তবে তাঁরা থেমে নেই। মঙ্গলবার সারদা মামলার প্রথম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথকে ডেকে পাঠান সিবিআইয়ের তদন্তকারীরা।

সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে মঙ্গলবার সকালে হাজির হন প্রভাকর নাথ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই কর্তারা। ১ ঘণ্টার ওপর প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদের পর্ব চলে। জিজ্ঞাসাবাদের পর প্রভাকর নাথ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। বহু কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে এখন তদন্তে গতি এনেছে সিবিআই।


গত রবিবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ও বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারকে নোটিস দিতে কলকাতার পুলিশ কমিশনারের লাউডন স্ট্রিটের বাসভবনে হাজির হন সিবিআই কর্তারা। সেখানে নোটিস দেওয়ার পর তাঁরা হাজির হন ডিসি সাউথের অফিসে। সেখান থেকে তাঁরা যান ভবানী ভবনে। যেহেতু তার আগেই নবান্ন নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ায় ফের রাজীব কুমারকে এডিজি সিআইডি পদে ফিরিয়ে আনে, তাই ভবানী ভবন এখন তাঁর অফিস। তাই সেখানেও হাজির হন সিবিআই কর্তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button