Kolkata

পথে নামলেন চিকিৎসকেরা, পাশে দাঁড়িয়ে পথে বিশিষ্টজনেরাও

জুনিয়ার ডাক্তারদের দাবির সপক্ষে লেখা প্ল্যাকার্ড হাতে শুক্রবার বিকেলে রাস্তায় হাঁটলেন অপর্ণা সেন। সকালে তিনি গিয়েছিলেন এনআরএস হাসপাতালে। সেখানে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সামনেই মাইক হাতে মুখ্যমন্ত্রীকে একটু অবস্থান বদলে এঁদের সঙ্গে কথা বলে মীমাংসার পথ খুঁজতে অনুরোধ করেন তিনি। এরপর বিকেলে চিকিৎসকেরা তাঁদের দাবি নিয়ে রাস্তায় নামেন। মিছিল এনআরএস থেকে যায় চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত। সিনিয়র থেকে জুনিয়র সব ডাক্তাররাই পা মেলান। তাঁদের প্রাথমিক দাবিই হল তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীকে এসে তাঁদের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। এই অবস্থানে তাঁরা অনড় হয়ে আছেন। যতদিন না তাঁদের দাবি পূরণ হবে ততদিন তাঁরা চিকিৎসায় যোগ দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

মিছিলে চিকিৎসকদের সঙ্গে পায়ে পা মেলান বিশিষ্টজনেরাও। বিকেলে এই মিছিলে প্ল্যাকার্ড হাতে হাঁটতে দেখা যায় অপর্ণা সেনকে। পা মেলান সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, গায়ক অনুপম রায়, কৌশিক সেন সহ আরও অনেকে। পা মেলান বেশ কয়েকজন সাধারণ মানুষও। অন্যান্য পেশার মানুষজনকেও এদিন চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।


হাসপাতালে চিকিৎসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করা, চিকিৎসকদের সকলের কাজে ফেরার আর্জি নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিকেলে আবার ৫ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধিদল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। অবস্থা স্বাভাবিক করার সবরকম চেষ্টা যেমন চলছে তেমনই অনেক ক্ষেত্রের মানুষজন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের সঙ্গে একবার এসে দেখা করার পরামর্শ দিয়েছেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button