গত মঙ্গলবার অনেকদিন পর কলকাতা সহ আশপাশের বিভিন্ন জেলায় বৃষ্টি নেমেছিল ঝমঝম করে। আকাশ কালো করা মেঘে অল্প সময়ের বৃষ্টি। কিন্তু তা হয়েছিল ঝেঁপে। ফলে কলকাতার অনেক অলিগলিতেই জল দাঁড়িয়ে যায়। শহরবাসীর মন আনন্দে ভরে ওঠে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়তে থাকে। যা বুধবার সকাল থেকে ফের আগের চেহারা নেয়। প্রবল অস্বস্তি, প্রবল গরম। তারমধ্যেই দিনটা কাটাতে হয় শহরবাসীকে।
সারাদিন প্রবল গরমে, ঘামে নাজেহাল হওয়ার পর অবশেষে বুধবার বিকেলেও ফের আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল দমকা বাতাস। তারপর নামে বৃষ্টি। এদিনও প্রচুর বৃষ্টি হয়েছে এমনটা নয়। তবে বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টি থামার পর আবহাওয়া বদলায়। ঠান্ডা হয় চারপাশ। হয়তো ফের গরম বাড়বে। কিন্তু তার আগে এটাই বা কম কিসের! এই স্বস্তিটুকুর জন্যও এখন হাপিত্যেশ করে অপেক্ষা করছেন মানুষজন।
গরমের হাত থেকে এখনই যে রেহাই মিলবে এমনটা নয়। তবে বর্ষাও আর দেরি নেই। ফলে বৃষ্টি বাড়বে। আর বৃষ্টি বাড়লে আস্তে আস্তে গরম কমতে থাকবে। আকাশে মেঘের আনাগোনা বাড়বে। সেদিন আর হয়তো খুব দূরে নয়। তবে তার আগে এখনও কটা দিন গরমের জন্য তৈরি থাকতে হবে। যার মাঝে এমন কয়েকটা পশলা বৃষ্টি অনেকটা শান্তি দিতে পারে নাজেহাল শহরবাসীকে।