ভেজা দুপুর। শহর কলকাতায় এদিন বৃষ্টি ঝরেছে মাঝেমধ্যেই। তারমধ্যেই দুপুরে বিধানসভার গেটে পৌঁছে যান যুব কংগ্রেস কর্মীরা। সেখানে তখন পুলিশ ছিল যথেষ্টই। যুব কংগ্রেস কর্মীরা সেখানে পৌঁছতেই তাঁদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। বেকার সমস্যা দূরীকরণ সহ একাধিক দাবিতে এদিন বিধানসভার সামনে বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস।
যুব কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভার গেটের সামনে আচমকাই তুলকালাম শুরু হয়। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন। পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করতে থাকে। টানা হেঁচড়া চলতে থাকে। পরে একে একে যুব কংগ্রেস কর্মীদের টেনে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। স্লোগান দিতে থাকেন তাঁরা।
রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের তরফে তেমন একটা বিক্ষোভ আন্দোলন দেখা যায়না। যুব কংগ্রেসের এদিনের অভিযান অবশ্য সেদিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার পর্যন্ত একটা বার্তা পৌঁছে দিতে বিধানসভা বা রাইটার্সের সামনে বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভ অনেক সময়েই নজর কেড়েছে। এদিন সেই পুরনো কৌশলই নিলেন যুব কংগ্রেস কর্মীরা। এদিকে আচমকা এমন হৈচৈতে অনেক পথচলতি মানুষ সেখানে দাঁড়িয়ে পড়েন।